E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

২০২৫ মার্চ ০১ ১৩:১০:১০
শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

স্টাফ রিপোর্টার : বক্তব্য দেওয়ার মধ্যে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। যখন মঞ্চে ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। তার হাতে পদত্যাগপত্র তুলে দেন জামিল আহমেদ। আকস্মিক এই ঘটনায় উপস্থিত লোকজন হতবাক হন।

এদিন শিল্পকলা একাডেমিতে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠান ছিল, এতে প্রধান অতিথি ছিলেন জামিল আহমেদ। বক্তব্যের মধ্যেই পদত্যাগের প্রসঙ্গটি সামনে আনেন তিনি।

আইন অনুযায়ী, বাংলাদেশ শিল্প একাডেমির মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই শিল্পকলার সচিবের। এটি গ্রহণ করতে পারেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। ফলে বিষয়টি নিষ্পতি হতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিষয়টি পরিষ্কার করেছেন শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেছ হোসেন। তিনি বলেন, “শিল্পকলার সচিব হিসেবে এটি হাতে নিলেও একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেনি।”

জাতীয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চেয়ার আঁকড়ে ছিলেন লিয়াকত আলী লাকী। অবশেষে তার বিদায় হয় ৫ আগস্ট সরকারের পতনের পর। নতুন দায়িত্বে আসেন ন্যাট্যকার জামিল আহমেদ। তার হাত ধরে শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের আশা করা হচ্ছিল।

(ওএস/এএস/মার্চ ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test