E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১১ দিনে ছাবা’র আয় ৬২১ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১২:৩৮:৫৮
১১ দিনে ছাবা’র আয় ৬২১ কোটি টাকা

বিনোদন ডেস্ক : রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি।

লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমা নির্মাণে খুব বড় অঙ্কের অর্থ ব্যয় হয়নি। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। গত ১১ দিনে আয়ের গ্রাফ ওঠানামা করলেও জয়রথ চলমান। এ পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, গত ১১ দিনে ‘ছাবা’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ৩৯১.৩৫ (গ্রস) কোটি রুপি। বিদেশে আয় করেছে ৫৩.১৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৪৪.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬২১ কোটি ২৬ লাখ টাকার বেশি)।

‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test