E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘২০ বছর ধরে অভিনেতা হিসেবে পারিশ্রমিক নিই না’

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৩:০১:০৭
‘২০ বছর ধরে অভিনেতা হিসেবে পারিশ্রমিক নিই না’

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। প্রায় এক বছর বিরতি নিয়ে ফের অভিনয়ে ফিরেছেন।

আমির খানের পারিশ্রমিক নিয়ে নানা সময়ে নানা খবর পাওয়া গেছে। এবার এই অভিনেতা জানালেন, গত দুই দশক ধরে অভিনেতা হিসেবে কোনো পারিশ্রমিক নেন না তিনি।

আমির খান বলেন, “গত ২০-২১ বছর ধরে অভিনেতা হিসেবে সিনেমা থেকে পারিশ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছি। মুক্তির পর সিনেমা যদি দর্শক পছন্দ করেন, তা হলে আমি অর্থ উপার্জন করি। আর যদি দর্শক পছন্দ না করেন তবে আমারও কোনো আয় হয় না।”

পারিশ্রমিক না নিয়েও সিনেমায় কেন অভিনয় করেন আমির খান? তা হলে কি বিনাপারিশ্রমিকে কাজ করেন? এ প্রশ্নের জবাবে আমির খান বলেন, “ইন্ডাস্ট্রি থেকে অর্থ উপার্জনের জন্য সবচেয়ে পুরোনো পদ্ধতি ব্যবহার করে থাকি। এজন্য আমার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার স্বাধীনতা রয়েছে।” তবে ‘পুরোনো পদ্ধতি’ কী, তা ব্যাখ্যা করেননি এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন আমির খান। যার ফলে চলচ্চিত্র নির্মাণের অর্থনীতি ভালোভাবে বোঝেন তিনি। তার ভাষায়— “একটি সিনেমার বাজেট যদি ২০০ কোটি রুপি হয়, একজন তারকাই যদি মোটা অঙ্কের পারিশ্রমিক নেন, তারপর সিনেমা যদি ব্যর্থ হয়, সে ক্ষেত্রে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া অসম্ভব।”

আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ দিয়ে অভিনয়ে ফিরেছেন আমির। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন। চলতি বছরের ২৫ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন।

তথ্যসূত্র : পিঙ্কভিলা
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test