E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বাউলদের পাশে দাঁড়ান, যাতে তাদের ওপর আক্রমণ না হয়’

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৩:০১:২৫
‘বাউলদের পাশে দাঁড়ান, যাতে তাদের ওপর আক্রমণ না হয়’

বিনোদন ডেস্ক : লালনের সাম্য ও সম্প্রীতির দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে চলমান রয়েছে ‘সাধুমেলা’। তার অংশ হিসেবে বহুভাষিক উৎসব ২০২৫ উপলক্ষ্যে মাসব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এর অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলা- ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারীভাবে বাজেট বাড়ালে শুধু বাউলদের নিয়ে নয়, সব ধরনের অনুষ্ঠান আমরা বাড়াতে পারবো।

দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর আক্রমণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মহাপরিচালক বলেন, সামাজিকভাবে বাউলদের ওপর নানাভাবে আক্রমণ হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। বাউলরা ভালোবাসার কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, তাদের ওপর যারা আক্রমণ করে তারা নিচুঁ শ্রেণীর মানুষ।

এদিকে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ অনুষ্ঠানের শুরুতে দৈন্য গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ। এরপর সাইফুল ইসলাম ‘এমন মানব জনম কবে গো সৃজন হবে’, মোছা: বিউটি খাতুন ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, মো: মাহাবুব ইসলাম ‘অযতনে ডুবলো ভারা’, মরিয়ম জামিলা রোজী ‘তিন পাগলের হলো মেলা’ পরিবেশন করেন।

লালনের বাণী উপস্থাপন করেন জগি ফকির। জহির উদ্দিন পরিবেশন করেন ‘মাওলা বলে ডাক রসনা’, নাবিলা বিনতে নাসির মিতুল ‘পাখি কখন জানি উড়ে যায়’, মো: মুজিবার রহমান বিশ্বাস পরিবেশনা উপস্থাপন করেন। মো: মানিক ‘আমার চরণ ছাড়া করোনা দয়াল হরি’, রেন আয়নাল হক ‘পড়েছি এবার আমি’, রিতা খাতুন ‘সাধু সঙ্গ ভালো সঙ্গ’ উপস্থাপন করেন।

এরপর লালন ফকিরের দলীয় বাণী উপস্থাপন করেন লাভলী শেখ, কুতুব উদ্দিন, ওমর আলী, মো: আবু বক্কর সিদ্দিক, মো: শাহেদ আলী, লামিয়া বিনতে আলিফ ঐশ্বয, তাসলিমা আক্তার, দিপা মন্ডল, মো: নুরুল ইসলাম শেখ, আব্দুল মান্নান তালুকদার, আফসানা হক ইমু, মোছা: মিনারা হক, মো: ফারুক হোসেন, শামসুল ইসলাম, ফেরদৌসী খাতুন, ফ্লেরোন্স রিবেরু (তুপ্তি), ফারজানা আফরিন ইভা, মেহেরুন-নেসা পূর্ণিমা, মো: মিরাজ সিদার এবংঝর্ণা বিশ্বাস।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test