E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাবার জানাজার মাঠ থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি

২০২৫ জানুয়ারি ২২ ১৮:৪৭:২৭
বাবার জানাজার মাঠ থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি

শেখ ইমন, ঝিনাইদহ : কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের বাবা মো. মাহবুব আলী খান মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।

মঙ্গলবার ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার। গত কয়েক মাস ধরে অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন গায়কের বাবা। এ অবস্থায় হঠাৎ মৃত্যু হলো মনির খানের বাবার।

এদিকে আজ বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে মো. মাহবুব আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেখান থেকে শিল্পী মনির খানের আইফোন এবং তার ছেলের মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মনির খান নিজেই। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তার বাবাকে।

প্রসঙ্গত,১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ অ্যালবাম প্রকাশ করেন মনির খান। অ্যালবামটির প্রায় সব গানই হৃদয় ছুঁয়ে যায় শ্রোতাদের। বিশেষ করে ‘তোমার কোন দোষ নেই’ গানটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ওই সময়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এ পর্যন্ত চার দশকেরও বেশি একক অ্যালবাম এবং তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে তার। পাশাপাশি পাঁচ শতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ গায়ক।

এদিকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক ২৪’ নামক চ্যানেলে নিয়মিত নতুন নতুন গান উপহার দিয়ে আসছেন ‘অঞ্জনা’ খ্যাত গায়ক মনির খান। সুরেলা কণ্ঠে বাংলা ভাষাভাষী সংগীতপ্রেমীদের হৃদয়ে ঠাঁই করে নেয়া এ তারকা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশে অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন গুণী এই সংগীতশিল্পী।

(এসআই/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test