E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘ছাভা’ ছবিতে রাশমিকার নজরকাড়া লুক প্রকাশ

২০২৫ জানুয়ারি ২২ ১৩:০৪:৩১
‘ছাভা’ ছবিতে রাশমিকার নজরকাড়া লুক প্রকাশ

বিনোদন ডেস্ক : ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করে দর্শকদের নজর কেড়েছেল দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক। সেখানে তার মারাঠি রানি রূপে ধরা দিয়েছেন। এ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টারে দেখা যায়, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রয়েছেন রাশমিকা। মাথায় ঘোমটা, কপালে বড় লাল টিপ, নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যশুবাই।

ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।’

আগামী ১৪ ফেব্রুয়ারি শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন ভিকি ও রাশমিকা। এই প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test