E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভারতের ফেস্টিভ্যালে বিচারকের আসনে সোহানা সাবা

২০২৫ জানুয়ারি ১৮ ১৪:০৪:৪৭
ভারতের ফেস্টিভ্যালে বিচারকের আসনে সোহানা সাবা

বিনোদন ডেস্ক : কখনোই গড়পড়তা কাজে তাকে পাওয়া যায়নি। শুরু থেকেই কাজ করছেন বেছে বেছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। আজও সেই ধারা অব্যাহত রেখেছেন। তার শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। তবে নাটক এবং সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছি অভিনেত্রী সোহানা সাবার কথা।

দুই পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা বিচারকের আসনে। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

উচ্ছ্বাসিত কণ্ঠে সোহানা সাবা বলেন, বৃহন্নলা সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। এরপর বেশ কয়েক বার এই উৎসবে জুরি হিসেবে ডাক পাই। কিন্তু ব্যস্ততার কারণে সময় মেলাতে পারিনি। আমি জানি এটা সর্বোচ্চ সম্মানের বিষয় তারপরেও সুযোগ মেলেনি যে কারণে খুব ভদ্রতার সঙ্গে তাদের ‘না’ বলে দিয়েছি প্রতিবার। কিন্তু চলতি আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রস্তাব দেয়া হলো জুরি হতে। পাওয়া মাত্রই লুফে নিয়েছি।

যোগ করে অভিনেত্রী বলেন, আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ উপহার দেব। বিশ্বাস করুন আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে আপনাদের সবার মুখ রক্ষা করব।

জানা গেছে, ৫ দিন ব্যাপী এ উৎসব শুরু হয়েছে ১৭ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১,৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test