E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘এমার্জেন্সি’র নতুন ট্রেলার, মুক্তির তারিখ জানালেন কঙ্গনা

২০২৫ জানুয়ারি ০৭ ১৪:০৫:১৫
‘এমার্জেন্সি’র নতুন ট্রেলার, মুক্তির তারিখ জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : সিনেমা নিষিদ্ধ করার ডাক, তথ্য বিকৃতির অভিযোগ, হত্যার হুমকিসহ বিভিন্ন বিতর্কের জাল পেরিয়ে অবশেষে ‘এমার্জেন্সি’প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৭ জানুয়ারি। এর আগেই নতুন ট্রেলার প্রকাশ্যে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘সবচেয়ে বিতর্কিত নেত্রী’ বলে সম্বোধন করেছেন তিনি।

‘এমার্জেন্সি’র নতুন ট্রেলারে সত্তর দশকের উত্তাল সময়ের দৃশ্য দেখা গেছে। নেতা-মন্ত্রীদের কূটচালে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট কতটা প্রভাবিত হয়েছিল, ‘এমার্জেন্সি’র নতুন ট্রেলারে এমন বক্তব্যও স্পষ্ট ধরা দিয়েছে। জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অনুপম খের, যুব অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে মিলিন্দ সোমানকে দেখা গেল সেই দৃশ্যে।

কঙ্গনার ‘এমার্জেন্সি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মহিমা চৌধুরী ও সতীশ কৌশিক। ট্রেলার প্রকাশ্যে এনে কঙ্গনার মন্তব্য করে বলেন, ‘বহু চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পর এমার্জেন্সি অবশেষে ১৭ জানুয়ারি সিনেমা হলে আসছে। আমি খুব খুশি। এই গল্প শুধুমাত্র এক বিতর্কিত নেত্রীর নয়, এই সিনেমা বর্তমান প্রেক্ষাপটেও ভীষণ প্রাসঙ্গিক। ভারতের সাধারণতন্ত্র দিবসের মাত্র একসপ্তাহ আগে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। সপরিবারে কিংবা কাছের মানুষকে নিয়ে দেশপ্রেম উদযাপন করার একেবারে যোগ্য সময়।’

সত্তরের দশকের প্রেক্ষাপটে তৈরি কঙ্গনার ‘এমার্জেন্সি’। সিনেমাতে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। প্রথমে ২০২৩ সালের অক্টোবর বা নভেম্বরে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। তা পিছিয়ে রিলিজ ডেট হিসেবে চলতি বছরের ১৪ জুন তারিখটি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে আবার সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর নতুন মুক্তির তারিখ হিসেবে ধার্য করা হয়। কিন্তু সেইসময়েও সেন্সর বোর্ডের চোখ বাধার কারণে মুক্তির ‘এমার্জেন্সি’মুক্তি পায়নি।

কঙ্গনা সে সময় দাবি করেছিলেন সেন্সর সার্টিফিকেট না পাওয়ার জন্য সিনেমাটি মুক্তি দেওয়া যায়নি। ‘এমার্জেন্সি’ সিনেমা নিয়ে প্রবল আপত্তি ছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র। সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শিরোমণি অকালি দলের পক্ষ থেকেও আপত্তি ওঠে। সেন্সর বোর্ডের কাছে চিঠি দিয়ে কঙ্গনা রানাউতের সিনেমা নিষিদ্ধ করার দাবি ওঠে।

কঙ্গনার ‘এমার্জেন্সি’ সিনেমাটি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এ সম্প্রদায় সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। এই অভিযোগে চণ্ডীগড়ের জেলা আদালতে মামলা নথিভুক্ত করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী রবিন্দর সিং। এর কারণে অভিনেত্রী তথা সাংসদকে নোটিশও পাঠানো হয়েছিল। আগস্ট মাসে হত্যার হুমকিও পেয়েছিলেন কঙ্গনা। তবে এবারে সেন্সরের ছাড়পত্র নিয়েই এমার্জেন্সি মুক্তি পাচ্ছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test