E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নতুন কাজ দিয়ে বছর শুরু করছেন ভাবনা

২০২৫ জানুয়ারি ০১ ১৯:২৯:২৭
নতুন কাজ দিয়ে বছর শুরু করছেন ভাবনা

বিনোদন ডেস্ক : নতুন বছর নিয়ে সবারই কমবেশি পরিকল্পনা থাকে। সাধারণ মানুষের পাশাপাশি নতুন বছর নিয়ে উচ্ছ্বসিত তারকারাও। ভবিষ্যৎ পরিকল্পনার নানান পসরা সাজিয়েছেন তারাও। সেই ধারাবাহিকতায় নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন গুণী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

শুধু অভিনয়ই নয়, মডেলিং, লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত অভিনেত্রী। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে তিনি জানান, নতুন কাজ দিয়েই নাকি বছর শুরু করছেন ভাবনা।

অভিনেত্রী বলেন, একটি নতুন কাজ দিয়ে বছর শুরু করতে যাচ্ছি। তবে আগেই বেশি কথা বলতে চাই না। কিছুদিন পর সবাইকে জানাতে পারবো কাজটির ব্যাপারে। শুধু নতুন বছর নয়, আমি আসলে প্রতিদিনই ভাবি নতুন নতুন, ভালো ভালো কাজ করার কথা।

সাবলীল অভিনয় দিয়ে ইতোমধ্যেই ছোট ও বড়পর্দার শক্ত অবস্থান তৈরি করেছেন ভাবনা। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। প্রায়ই ছবি কিংবা মতামত প্রতাশ করে নিজের অবস্থান জানান দেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয ভাবনার। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। বর্তমানে ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ও ‘পায়েল’সিনেমার কাজ শেষ করেছেন ভাবনা। চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাগুলোর।

(ওএস/এসপি/জানুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test