E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নয়া দামান’ খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’

২০২৪ ডিসেম্বর ২৬ ১৪:২৩:১০
‘নয়া দামান’ খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’

বিনোদন ডেস্ক : সিলেটি ভাষার বিখ্যাত গান ‘নয়া দামান’ গেয়ে ভাইরাল হয়েছিলেন তসিবা। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিতই গান করে যাচ্ছেন এই গায়িকা। ফোক ধাঁচের গানে তার গায়কী বেশ পছন্দ শ্রোতাদের।

তসিবা আবারও হাজির হলেন নতুন গান নিয়ে। এই গানের নাম ‘নয়া বাতাস’। গানটি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে গেল ২৪ ডিসেম্বর। অনেকটা সিনেমার আইটেম গানের আদলে তৈরি হয়েছে গানটির ভিডিও। এতে অংশ নিয়েছেন শতাধিক শিল্পী। আর প্রধান দুই চরিত্রে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। এরইমধ্যে গানটি ভালো সাড়া পাচ্ছে বলে জানান তসিবা।

রকিব আলীর গীত রচনায়, শোভন রায়ের সুর ও সংগীতে এই গানটিতে এ সময়ের জনপ্রিয় র‌্যার রিজানকেও পাওয়া যাবে।

তসিবা জানান, তার ‘নয়া দামান’, ‘কালাচান’ গানগুলোর মতোই নতুন গানটিও সাফল্য পাবে বলে আশাবাদী তিনি। গায়িকা বলেন, ‘নয়া বাতাস’ গানটি জনপ্রিয়তার তুঙ্গে থাকবে এমনটাই আশা করছি। কথা, সুরে গানটি শ্রুতিমধুর হয়েছে। এর ভিডিওটিও পছন্দ করছেন সবাই। ধীরে ধীরে গানটি আরও ছড়াবে বলে মনে হচ্ছে।’

গানটি প্রসঙ্গে গীতিকার রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দেয়ার জন্য।’

‘নয়া বাতাস’ গানটির ভিডিওটি নির্মাণ করেছেন বিপ্লব হোসেন।

(ওএসআর/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test