E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

২০২৪ ডিসেম্বর ০৩ ২০:৫৪:১৪
ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক সামির আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ নিস্তার জাহান কবীর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাবের উদ্যোগে এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, চলচ্চিত্র একটি সৃজনশীল গণমাধ্যম। এটি কেবল একটি শিল্প নয়। অনেকগুলো শিল্পের সমন্বয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়। এর সাথে জড়িয়ে থাকে সংস্কৃতির নানা উপাদান। একটি সিনেমা যে দেশে নির্মিত হয়, তা ওই দেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। শিল্পকলার প্রভাবশালী মাধ্যম, শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবেও খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। সাধারণ মানুষের কাছাকাছি খুব সহজে পৌঁছার ক্ষেত্রেও চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। আবার সৃষ্টিশীল মানুষ ও আলোকিত সমাজ উপহার দেয়ার ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব রয়েছে।

বক্তারা বলেন, চলচ্চিত্রের মূল ধারক হচ্ছে এর গল্প বা চিত্রনাট্য। একটি সহজ, বাস্তবসম্মত এবং শিক্ষামূলক গল্প একটি ভালো চলচ্চিত্রের প্রাণ। একটি চলচ্চিত্রে অভিনয়, চিত্রায়ন, সংগীত, প্রেক্ষাপট এবং সম্পাদনা এই প্রতিটি অনুষঙ্গ যখন যথোপযুক্তভাবে প্রয়োগ করা সম্ভব হয় তখনই সেই চলচ্চিত্রটি হয়ে ওঠে একটি সফল ও পূর্ণাঙ্গ শিল্প। আর সফল চলচ্চিত্র নির্মাণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের খ্যাতি বিশ্বজুড়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে যেসব ইরানি চলচ্চিত্র দেখানো হবে তার বেশিরভাগই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। এসব চলচ্চিত্র দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃথ হবে বলে আমাদের বিশ্বাস।

বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী এই ইরানি চলচ্চিত্র উৎসব ইরান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা পর্ব শেষে দুপুর ১টায় প্রদর্শিত হয় ইবরাহিম হাতামি কিয়া পরিচালিত ‘বডিগার্ড’। উৎসবের দ্বিতীয় দিন ৪ ডিসেম্বর বেলা ১টায় দেখানো হবে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির ‘দি কালার অব প্যারাডাইস’ ও বেলা ২টা ৩০ মিনিটে সেইফুল্লাহ দাদ পরিচালিত ‘দি সারভাইভার’।

উৎসবের শেষ দিন ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাজিদ মাজিদির ‘দি সংস অব স্প্যারো’, বেলা ১১টা ৪৫ মিনিটে আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ এবং বেলা ১টা ৪৫ মিনিটে মাজিদ মাজিদির ‘দি চিল্ড্রেন অব হ্যাভেন’ প্রদর্শিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test