E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা’

২০২৪ নভেম্বর ২১ ১৭:২২:২৩
‘অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা’

বিনোদন ডেস্ক : ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কিছু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দুপুর ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে রিকশাচালকরা সড়ক ছেড়ে পালিয়ে যান।

এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ ইস্যুতে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত লিখছেন। সেই কাতারে আছেন দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিলয় আলমগীর তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, অটোরিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা!

নিলয়ের সেই পোস্টে মাসুদ শাহিন নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, আমার মনে হচ্ছে দেশে আরও অনেক সমস্যা আছে। এগুলো থেকে চোখ ফিরানোর জন্য এই রিকশা নাটক। এর আগেও অনেক নাটক দেশে দেখছি।

পারভেজ নামে একজন লিখেছেন, অতি দ্রুত অটোরিকশা বন্ধ করা হোক। এই অটো রিকশার কারণে যেমন বেড়েছে জ্যাম তেমন অতিরিক্ত দুর্ঘটনাও হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন। এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেছিলেন। রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।

এর আগে বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

(ওএস/এসপি/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test