E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাকিস্তানের ৪২ প্রেক্ষাগৃহে উর্দুতে শাকিবের ‘তুফান’

২০২৪ নভেম্বর ০১ ১৯:৪৪:০৪
পাকিস্তানের ৪২ প্রেক্ষাগৃহে উর্দুতে শাকিবের ‘তুফান’

বিনোদন ডেস্ক : দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তুফান’। শুক্রবার (১ নভেম্বর) পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে তুফান। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।

এ বিষয়ে শাকিব খান বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। ‘রাজকুমার’ সিনেমার ক্ষেত্রেও তাই ঘটেছে।”

“অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা তাদের সিনেমা হলে ‘তুফান’ দেখবে, তা–ও আবার ১২৮টির বেশি পর্দায়— এটা যেন হওয়ারই ছিল। আর এটা শুধু আমার একার নয়, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ।” বলেন শাকিব খান।

পাকিস্তানে ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। উর্দু ভাষায় সিনেমাটি ডাবিং করার পর মুক্তি দেওয়া হয় ট্রেইলার। তারপর থেকে পাকিস্তানে সিনেমাটি নিয়ে উন্মাদনা আরো বেড়ে যায়। এ নিয়ে নানারকম অভিব্যক্তি প্রকাশ করতেও দেখা যায় নেটিজেনদের।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরো আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পায় এটি। গত সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে ‘তুফান’।

(ওএস/এএস/নভেম্বর ১, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test