E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্যা কবলিত মানুষের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’

২০২৪ অক্টোবর ০৮ ১৩:২১:০০
বন্যা কবলিত মানুষের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’

বিনোদন ডেস্ক : ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর জেলার নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলা ও ময়মনসিংহ জেলার ধোবাউরা ও হালুয়াঘাটসহ কিছু এলাকা। ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল আর বৃহস্পতিবারের ব্যাপক বৃষ্টির কারণেই নালিতাবাড়ী ও আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী সালমা আক্তার। তার সামাজিক সংগঠন ‘সাফিয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ১৫-২০ সদস্যের টিম কাজ করছে বন্যার্ত অঞ্চলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সালমা লেখেন, ‘বন্যা পরিস্থিতি বেশি খারাপ কোনদিকে? একটু জানান প্লিজ! আমার সাফিয়া ফাউন্ডেশন থেকে ৩ হাজার মানুষের খাবার, সুপেয় পানি পাঠানোর টার্গেট। ধন্যবাদ।’

এই পোস্টের মন্তব্যের ঘরে পাখি আঁখি নামের একজন লিখেছেন, ‘৫ নং গাজিরভিটা থল এলাকায় পানি বাড়তেছে, উজানের সব পানি নামতেছে।। বোয়ালমারা, মহাজনীকান্দা, পূর্ব কালীয়ানিকান্দা, মৌলভীবাজার, গোপীনগর। খাবার পানি প্রয়োজন, বিদ্যুৎ না আসা পর্যন্ত পানির সংকট সমাধান হবে না। আমার নিজের বাড়িতে খাবার পানি নাই…’

রেজাউল করীম রানা নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ আপু এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনার প্রতি দোয়া রইলো। আমাদের শেরপুর জেলার নকলা-নালিতাবাড়ী, জিনাইগাতির কিছু কিছু গ্রামে, বন্যার অবস্থা খুব বেশি খারাপ। সুতরাং প্লিজ ওইসব এলাকায় বন্যা কবলিতদের সহযোগিতা করুন।’

৭ অক্টোবর রাতে বন্যা কবলিত প্রায় ৩ হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে সাফিয়া ফাউন্ডেশন।

উল্লেখ্য, শিশুকন্যা সাফিয়ার নামে স্বেচ্ছাসেবী সংস্থা সাফিয়া ফাউন্ডেশন গড়ে তুলেছেন সালমা। ২০১৮ সালে চালু করার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে সাহায্য করছে এই সংস্থাটি। সালমার এই সংস্থার কাজ এগিয়ে নিতে সহায়তা করেন তার স্বামী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর।

সালমার আবেদন, ‘আমাদের জীবনটা ছোট। কে কখন বিপদে পড়বেন কেউ জানি না। সেখান থেকে উদ্ধার করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। তাই আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি। আপনারাও এগিয়ে আসুন।’

বন্যা কবলিত মানুষের সহায়তা করে নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন এই কণ্ঠশিল্পী।

(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test