E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ২১ দফা দাবি

২০২৪ অক্টোবর ০২ ২২:০০:৩৭
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ২১ দফা দাবি

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের বিভিন্ন অংশিজন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বিএফডিসিতে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র প্রযোজক সামসুল আলমকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক, চলচ্চিত্র পরিচালক শাহীন সুমনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের নিকটে ২১ দফা দাবিসহ মেনিফেস্ট ঘোষণায় বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরী বোর্ড বাতিলের দাবি জানানো হয়েছে।

সরকারী ভাবে সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা, ই-টিকেটিং, সিনেমা হল সংস্কার, চলচ্চিত্র নির্বাচনে ব্যাংক লোনের ব্যবস্থা, চলচ্চিত্র বিষয়ে অনার্স-মাষ্টার্স কোর্স চালু, চলচ্চিত্র অনুদানের পূর্বে শর্ট লিস্ট প্রকাশ, প্রকৃত প্রযোজক- পরিচালককে চলচ্চিত্র অনুদান প্রদান, বিতর্কমুক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান, রাজনৈতিক কোটায় চলচ্চিত্র অনুদান প্রথা বন্ধ, বিশ্বমানের চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন, ভূমিহীন চলচ্চিত্র কর্মীদের জন্য আবাসন ব্যবস্থাসহ ২১ দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক সামসুল আলম, চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ও ফোরামের যুগ্ম আহ্বায়ক চিত্রনায়ক ডিএ তায়েব, ফোরামের কার্যনির্বাহী সদস্য অভিনেতা আলীরাজ, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফোরামের যুগ্ম আহ্বায়ক নানা শাহ, ফোরামের যুগ্ম আহ্বায়ক চলচ্চিত্র প্রযোজক এ জে রানা, যুগ্ম সদস্য সচিব সায়মন তারিক, চিত্রনায়ক হযরত আলী (ভূট্টো), চলচ্চিত্র প্রযোজক পিটার চৌধুরীসহ আরো অনেকে।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্র নায়ক ওমর সানী, যুগ্ম আহবায়ক, ফোরামের যুগ্ম আহ্বায়ক, চলচ্চিত্র প্রযোজক পরিচালক ইকবাল হোসেন জয়, ফোরামের যুগ্ম সদস্য সচিব ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা, অভিনেত্রী শবনম পারভীন, অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেত্রী সারমিন আকতার, চলচ্চিত্র প্রযোজক আব্দুর রহমান, চলচ্চিত্র কাহিনীকার সমিতির সাধারন সম্পাদক সানী আলম, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক কে এ নিলয়, রাসেল আহমেদ রবিউল ইসলাম রবি, সিডাব সহ সভাপতি খায়রুল ইসলাম, আব্দুর রহিম বাবু, মিজানুর রহমান মিজান, চলচ্চিত্র প্রযোজক দেলোয়ার হোসেন দিলু, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, ফোরামের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, চলচ্চিত্র দর্শক ফোরামের সভাপতি মেহেদী হাসান মাসুমসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত সংবাদ সম্মেলনে মেনিফেস্ট পাঠ করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সদস্য সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test