E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ওপেন কনসার্ট নয়, বদ্ধ জায়গায় গাইবে ‘জাল’

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৪:২২:৩৬
ওপেন কনসার্ট নয়, বদ্ধ জায়গায় গাইবে ‘জাল’

বিনোদন ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছে জাল ব্যান্ডের কনসার্ট। গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় এই ওপেন কনসার্ট আয়োজন করা হয়। শেষ মুহূর্তে জানানো হয়, বৃষ্টির কারণে শো স্থগিত করা হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, ওপেন কনসার্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু জটিলতার কারণে বদ্ধ জায়গায় কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি ও বাংলাদেশের ব্যান্ড ভাইকিংসের ২৭ বছর পূর্তি উদযাপনী এই কনসার্টে গাওয়ার কথা রয়েছে অর্থহীন ব্যান্ডের। জানা গেছে, আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার যমুনা ফিউচার পার্কের নিচতলায় একটি ভেন্যুতে এই শো অনুষ্ঠিত হবে।

ঘোষিত ভেন্যুতে কেন আয়োজন করতে দেওয়া হয়নি কনসার্ট? এ প্রসঙ্গে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রিয়াজুল হক জাগো নিউজকে বলেন, ‘কনসার্টটি মূলত নিরাপত্তা সংক্রান্ত কারণে বাতিল করা হয়েছে। আরেকটি কারণ আজকের বৃষ্টি। এই মূহূর্তে আমরা ওপেন প্লেসে কোনো ধরনের কনসার্ট করতে দিতে পারছি না, নিরাপত্তা ঝুঁকি থাকে। ইনডোরে কনসার্ট হলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হতো।’

পরবর্তীতে আয়োজক যদি ইনডোরে কনসার্ট করতে চান, সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তাব্যবস্থা থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আয়োজকদের ইনডোরে কনসার্ট করতে বলেছি। তবে আনুষ্ঠানিকভাবে কোন ইনডোর কিংবা কত তারিখে, তা নির্দিষ্ট করা হয়নি।’

কনসার্টের অন্যতম আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনের প্রধান নির্বাহী আনন্দ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, এসবি ক্লিয়ারেন্স ছিল। ডিএমপির অনুমতি প্রধান ইস্যু নয়। মূলত বৃষ্টির কারণেই তারা কনসার্ট স্থগিত করেছেন। তিনি জানান, গত তিন দিনের টানা বৃষ্টিতে পূর্বনির্ধারিত ভেন্যুর অনেক ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু ঘোষণার কথা থাকলেও রাত পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

আনন্দ চৌধুরী বলেন, ‘অনুমতির বিষয় থাকলে “জাল” ভিসা পেল কীভাবে? ইতোমধ্যে তারা ঢাকায় অবস্থান করছে। আমরা প্রতিটি জায়গায় প্রসিডিওর মেইনটেইন করেছি।’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের কাছে আবেদন করেছিলাম। কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক রদবদলে ফাইল কোথায় আছে আমাদের জানা নেই। আমরা এখানে ভুক্তভোগী। এটা আমাদের ফল্ট না।’

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test