E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘রং ঢং’ 

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৭:২২:৫৭
অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘রং ঢং’ 

বিনোদন ডেস্ক : আগামী নভেম্বর ২০২৪-এ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সেন্সর বোর্ডে এতদিন আটকে থাকা চলচ্চিত্র রং ঢং। আহসান সারোয়ার নির্মিত চলচ্চিত্রটি নির্মাণের প্রায় তিন বছর পর আপিল বিভাগের রায়ে শেষ পর্যন্ত গত বছর সেন্সর পায়। উল্লেখ্য যে, চলচ্চিত্রটির দুটি গান “বয়স ১৬তে প্রেম” ও “অদ্ভুত প্রেম আমার” সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় যা এর মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘একটি দুটি নয়, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আসলে, একটা সিনেমা মুক্তি পাওয়া না পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা বোঝানটা একটু কঠিন ব্যাপার।’ গান দুটির কারণে মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি, সেন্সর বোর্ডে আটকানোয় পরিচালক এ নিয়ে চিন্তিত ছিলেন বলে জানান। নভেম্বরে মুক্তির তারিখটি শীঘ্রই জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

এ সিনেমায় অভিনয়ে ছিলেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডাঃ এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ। চলচ্চিত্রটিতে সঙ্গীত পরিচালনায় ছিলেন ফুয়াদ নাসের বাবু, শামিম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, তাসনুভ। মুক্তিপ্রাপ্ত গান দুটো ইউটিউবে পাওয়া যাচ্ছে।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test