E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে তুফান

২০২৪ আগস্ট ০৩ ১৪:৫১:২৬
মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে তুফান

বিনোদন ডেস্ক : বাংলাদেশের বহুল আলোচিত ছবি রায়হান রাফি পরিচালিত সুপারস্টার সাকিব খান ও কলকাতা জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র ‘তুফান’। ছবিটি নিয়ে ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসি সহ লালাপট, কেলাং, সিটি স্কয়ার জোহরবারু, ইপু , বিএম পেনাং, পেনাং সিটি ,মালাক্কা ,মোয়ার ও সেরেম্বান প্রেক্ষাগৃহে মাসব্যাপী চলবে চলবে বলে আশা করছেন আয়োজকেরা।

মালয়েশিয়ায় তুফান মুক্তি খবরে প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যা প্রবাসীদের ব্যাপক আগ্রহের কারণ হয়ে দাড়িয়েছে।

বাংলাদেশী মালিকানা হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু সাংবাদিকদের জানান, মালয়েশিয়া এরআগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ছবি চালিয়েছি। হলগুলি দর্শকে ভরপুর। দর্শকরা সাকিবখান কে ভালোবাসে। সাকিব ভক্তরা আশা করি তুফান মুভি দেখবে।

জেটিজির পরিচালক মোঃ রাসেল জানান ‘মেগাস্টার শাকিব খানকে একেবারে নতুন ভাবে আবিষ্কার করবেন দর্শকরা তুফানে। তুফানের প্রতিটি গান এখন মালয়েশিয়া প্রবাসীদের মুখে মুখে। তুফান দর্শকরা শুধু দেখবেনই না, উপভোগ করবেন, আনন্দ করবেন এবং গানের সাথে হয়তো নাচবেনও।’

রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘরের কর্ণধার মোঃ ইসমাঈল জানান, প্রবাসীদের বিনোদনের জন্যই মূলত এই আয়োজন। আশা করি প্রবাসী দর্শকরা এই মুভিটি দেখবে।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই থেকে বলা হয়েছে, ঢাকার প্রেক্ষাগৃহ মুক্তির ১০ দিনে ‘তুফান’ ছবি’র আয় প্রায় ২৫ কোটি টাকা।
তুফান এ অভিনয় করেছেন বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী, আয়নাবাজী খ্যাত মাসুমা রহমান নাবিলাসহ আরো অনেকে।

(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test