E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল

২০২৪ জুলাই ২৬ ১২:৫২:৪৬
লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ক্যানসারে আক্রান্ত হয়ে ১১ বছর ধরে দেশ-বিদেশের  বিভিন্ন হাসপাতালে  চিকিৎসা নিয়েছেন।

জুয়েলের স্ত্রী সংগীতা গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার রাতে হঠাৎ জুয়েলের শ্বাসকষ্ট শুরু হয়, শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা আইসিইউতে নেন। বর্তমানে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।’

সংগীতা জানান, সাজিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্লাটিলেট কমে গেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সাজিদ লাইফ সাপোর্ট থেকে বেরিয়ে আসতে পারে। জানা যায়, ২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তবে দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে ঢাকায় আগমন জুয়েলের। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। জুয়েল একই সঙ্গে সংগীতশিল্পী, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test