E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলকাতায় শাকিবের ‘তুফান’র ভরাডুবি

২০২৪ জুলাই ১৫ ১৮:২২:১৮
কলকাতায় শাকিবের ‘তুফান’র ভরাডুবি

বিনোদন ডেস্ক : এবার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিটি। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছিলেন ছবিটি নকল, আবার কেউ বলছিলেন আন্তর্জাতিক মানের সিনেমা ‘তুফান’। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও মুক্তি দেয়া হয়েছিল ছবিটি। তবে এক সপ্তাহের মধ্যে কলকাতার সব হল থেকে নেমে গেছে সিনেমাটি। শহর কলকাতার কাছে দক্ষিণ ২৪ পরগনার একটি হলে কেবল চলছে সিনেমাটি।

জানা যায়, প্রযোজনা সংস্থা এসভিএফ ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় চলচ্চিত্রটি। এর প্রায়ই সবই ছিল কলকাতার হল। এখন দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি সিনেমা হলে চলতি সপ্তাহে দেখা যাচ্ছে ছবিটি।

কলকাতার হল মালিকরা বলছেন, এই সময়ে দাঁড়িয়ে প্রসেনজিৎ-দেব-জিতের ছবিই দর্শক পায় না। শাকিব খান তো দূরের কথা। বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নেহাতই হাতে গোনা! তাই এই ছবি এক সপ্তাহের বেশি টানা কোনোভাবেই সম্ভব নয়।

জানা গেছে, কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই এ সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে আয় ১০ লাখের গন্ডিও পেরোতে পারেনি 'তুফান'।

প্রসঙ্গত, অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test