E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যত ভোটে বিজয়ী, তত গাছ লাগাবেন দেব

২০২৪ জুন ০৬ ১২:১৩:২০
যত ভোটে বিজয়ী, তত গাছ লাগাবেন দেব

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেব লোকসভার নির্বাচনে ঘাটাল আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তৃণমূলের টিকিট নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। যত ভোটে বিজয়ী হয়েছেন, ততগুলো গাছ রোপণের ঘোষণা দিয়েছেন ‘পাগলু’খ্যাত দেব।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ঘাটাল আসনে দেবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়ক হিরণ চ্যাটার্জি। এবার দেব মোট ভোট পেয়েছেন ৮ লাখ ৪১ হাজার ১৯৫টি। বিজেপি প্রার্থী হিরণকে এক লাখ ৮২ হাজার ভোটে পরাজিত করেছেন। দেব মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে ঘোষণা করেছিলেন, যত ভোটে বিজয়ী হবেন তত সংখ্যক গাছ রোপণ করবেন। বিজয়ী হওয়ার পরই এ কার্যক্রম শুরু করেছেন দেব।

দেবের সহকারি রামপদ মান্না সংবাদমাধ্যমটিতে বলেন, ‘দেবের ঘোষণা অনুযায়ী, তিনি যত ভোটে জিতেছেন ততগুলো গাছ লাগানো হবে সাতটি বিধানসভা এলাকায়। এরইমধ্যে চারাগাছের জন্য ১০টি নার্সারি অর্ডার দেওয়া হয়েছে। প্রথম দফায় দু’লাখ গাছ লাগানো হবে।’

আকাশমণি, শাল, সেগুনের মতো গাছ যেমন লাগানো হবে, তেমনই আম, কাঁঠাল, জাম গাছও লাগাবেন। বৃষ্টি শুরু হলেই নিজের হাতে গাছ লাগানোর কাজ দেব শুরু করবেন বলে জানিয়েছেন রামপদ।

(ওএস/এএস/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test