E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রিয় বন্ধুকে হারিয়ে শাকিবের শোকগাথা

২০২৩ ডিসেম্বর ০৫ ১৭:২৪:৪২
প্রিয় বন্ধুকে হারিয়ে শাকিবের শোকগাথা

বিনোদন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু গত ৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

সাজেদুল হোসেন চৌধুরী দিপু সাংস্কৃতিক ভুবনেরও পরিচিত মুখ ছিলেন। তিনি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের প্রিয় বন্ধু ছিলেন। শাকিব তার প্রিয় হারিয়ে বন্ধুকে হারিয়ে শোকগ্রস্ত হয়ে পড়েছেন।

প্রিয় বন্ধুর প্রস্থানে শাকিব তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন শোকগাথা। এতে শাকিব খান বলেন, আমার বন্ধু দিপু, কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব—ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে—এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি, সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।

এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের অ্যানিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কী করতে চাস—সেইসব স্বপ্নের কথা বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।

শাকিব আরও লেখেন, আমি যেখানে থাকতাম, কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসবে, কবে দেখা হবে—কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে ‘দোস্ত’ বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।

যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই।

বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কতো বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি; সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকব তোকে খুব মিস করব রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test