E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জন্মদিনে আকর্ষণীয় পোশাকে পার্নো মিত্র

২০২১ অক্টোবর ৩১ ১৭:৪৬:০৩
জন্মদিনে আকর্ষণীয় পোশাকে পার্নো মিত্র

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। তিনি হাসতে ভালোবাসেন। ভালোবাসেন আনন্দে মেতে থাকতে। সময় পেলেই ব্যস্ত রুটিনকে ছুটি দিয়ে কাছের মানুষদের সঙ্গে হইহুল্লোড় করেন। শনিবার (৩০ অক্টোবর) তার জন্মদিন।

তাই লাল রঙের খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে পার্নো মিত্র। ‘বার্থডে গার্ল’র সঙ্গেই সেজেছে তার ঘরও। সাদা-সোনালি বেলুন, আলোর অক্ষরে ‘হ্যাপি বার্থ ডে’। পানীয়ের গ্লাস হাতে হাসিতে ঝলমলে অভিনেত্রী।

জন্মদিনে বাড়িতেই ছিলেন। শনিবার রাতে পার্নোর সঙ্গী মিমি চক্রবর্তী এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। তার বাড়িতে তিন বন্ধু মিলে পার্টি করেছেন। মিমি-পার্নোর বন্ধুত্বের আখ্যান কারও অজানা নয়। একসঙ্গে গোয়ায় ছুটি কাটানো। সামাজিক মাধ্যমে খুনসুটি, সবখানে দু’জনে একসঙ্গে। তাই পার্নোর বিশেষ দিনেও তাই মিমি হাজির তার। আড্ডা, হাসি, খুনসুটিতে রাতভর মশগুল ছিলেন তারা।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test