E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভিনেতা ইন্দ্রজিৎ আর নেই

২০২১ জানুয়ারি ৩০ ১৮:০৮:২০
অভিনেতা ইন্দ্রজিৎ আর নেই

বিনোদন ডেস্ক : চমৎকার উচ্চারণ ছিল তার। সুদর্শন। স্টাইলিশ। শক্ত গড়নের দুর্দান্ত একজন অভিনেতা। কলকাতার মঞ্চ, টিভি ও সিনেমায় দীর্ঘদিন কাজ করেছেন জনপ্রিয়তা নিয়ে। বর্ষীয়ান এ অভিনেতা ইন্দ্রজিৎ দেব মারা গেছেন।

আনন্দবাজার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। খবরে বলা হয়েছে, ইন্দ্রজিদের বয়স হয়েছিল ৭৩ বছর।

বহুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তার সঙ্গে ছিল কিডনির সমস্যা। অবশেষে আজ শনিবার (৩০ জানুয়ারি) ভোরে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ডিডি বাংলার ‘তেরো পার্বণ’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রজিৎ। এরপর টলিউডের বহু বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেন ইন্দ্রজিৎ। অনেক বাংলা ছবি ও ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘করুণাময়ী রাণী রাসমণী’ ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test