E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আয়নামহলে আয়না'য় পার্থ ও মিথিলা

২০১৪ জুলাই ৩১ ১৬:২১:২৭
আয়নামহলে আয়না'য় পার্থ ও মিথিলা

বিনোদন ডেস্ক : আরটিভিতে ঈদের চতুর্থদিন দিন রাত ৯ টা ২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক আয়নামহলে আয়না। দেওয়ান রনির রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, মিথিলা, মৌটুসী প্রমূখ।

নাটকে দেখা যাবে, আয়না খুব সুন্দর গান গায়, দেখতেও অপরুপ সুন্দরী বলা যায়। মফস্বলে বিখ্যাত শিল্পী পলক চৌধুরী কোন এক শো করতে গিয়ে আয়না’র প্রতিভার সন্ধান পান।

তুলে নিয়ে এ সে ঢাকায় প্রতিভার বিকাশ ঘটাতে চান তিনি। বাসায় এই বিষয় বউয়ের সাথে নানান ঝামেলা সত্তেও নিজের বাসায় রেখে দিতেও কার্পন্য বোধ করেন না।

কোন এক ষ্টুডিও লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ করে দেন আয়নাকে। শো-হিট, ধন্যি ধন্যি রব পড়ে যায় চারদিকে। পরদিন নিজের অনুষ্ঠানের পূন:প্রচার দেখতে বসে আয়না। কিন্তু একি?

তার চেহারাটা মিলছে না কেন? তার অপরুপ সৌন্দর্য্য কোথায় গেল? নিজের মুখটা আয়নার দিকে তাকিয়ে দেখে সেই অপরুপ সৌন্দর্য্য কিন্তু ক্যামেরায় তাকে অন্য কেউ দেখাচ্ছে কেন?

(ওএস/অ/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test