E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আজ থেকে বামবা'র তিনদিনের কনসার্ট শুরু

২০১৪ জুলাই ৩১ ১৬:১৬:৪৩

বিনোদন ডেস্ক : ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) আয়োজনে তিন দিনের কনসার্ট। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঈদের দিন থেকে এ কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সেটা পিছিয়ে ৩১ জুলাই করা হয়েছে।

যমুনা ফিউচার পার্কে তিন দিনের এ পরিবেশনা শুরু হবে প্রতিদিন বিকেল ৫টায়। চলবে মধ্যরাত অবধি। এই কনসার্টে অংশ নিচ্ছে বামবার সদস্য ২৪টি ব্যান্ডদল। প্রতিদিন থাকছে আটটি করে ব্যান্ডের পরিবেশনা।

৩১ জুলাই পরিবেশনায় অংশ নেবে নগরবাউল, দলছুট, ফিডব্যাক, শিরোনামহীন, অবসকিউর, ক্রিপটিক ফেইট, ডার্ক এবং নাগরিকের পরিবেশনা। ১ আগস্ট সংগীত পরিবেশন করবে সোলস, মাইলস, প্রমিথিউস, অর্থহীন, আর্বোভাইরাস, পাওয়ার সার্জ, মেটাল মেইজ এবং রেডিও অ্যাকটিভ।

সমাপনী দিন ২ আগস্ট পরিবেশনায় অংশ নেবে এলআরবি, ওয়ারফেইজ, মাকসুদ ও ঢাকা, রেনেসাঁ, নেমেসিস, মেকানিক্স, দৃক এবং বেদুঈনের পরিবেশনা। তিন দিনের এই উৎসব সরাসরি দেখানো হবে যমুনা টিভিতে। বামবার সঙ্গে যৌথভাবে ঈদ কনসার্ট আয়োজন করেছে যমুনা টিভি, পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি।

বামবার ঈদ কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে যমুনা ফিউচার পার্কের ফুডকোর্টসহ হেলভেশিয়া, বিএফসির সব আউটলেটে এবং বেইলি রোডের পিজা হাট, কেএফসি ও থার্টি থ্রি রেস্তোরাঁয়।

(ওএস/অ/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test