E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘আমি বলিউডে এসেছি দর্শকদের আনন্দ দিতে’

২০১৪ জুলাই ৩১ ১৫:৪৬:৪১
‘আমি বলিউডে এসেছি দর্শকদের আনন্দ দিতে’

বিনোদন ডেস্ক : কানাডীয় পর্ণস্টার সানি লিওনের চলার পথ মোটেও সমতল নয়। বিভিন্ন সময় তাকে শুনতে হচ্ছে সমালোচকদের কটু কথা। কখনো আবার বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে বন্ধ করতে হয়েছে তার ছবির প্রচারণা।

ইন্টারনেটে দেখা গেছে ফটোশপের কারসাজিতে সম্পাদনা করা তার অশ্লীল ছবিও। প্রতি ক্ষেত্রেই সমালোচকদের তীব্র নিন্দার তীর ছুটে এসেছে তার দিকে। তবু হাল ছেড়ে দেননি তিনি। শত বন্ধুর পথ পাড়ি দিয়ে পৌঁছাতে চেয়েছেন সাফল্যের চূড়ায়। ফলে দিন দিন বেড়েই চলেছে তার ভক্তের সংখ্যা। যে যাই বলুন না কেন সানি লিওন কিন্তু এসব সমালোচনা নিয়ে মোটেও চিন্তিত নন।

তিনি বলেন, ‘আমি যদি চিন্তা করতাম মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, তাহলে আজ আমি যেখানে আছি সেখানে কখনোই পৌঁছাতে পারতাম না।’

সমালোচকদের কটু কথায় তার কি কখনো মনে হয়েছে বলিউড ছেড়ে যাওয়ার কথা? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই হয়েছে। আমি যখনই দুই ধাপ আগানোর চেষ্টা করি তখনই কেউ একজন আমার সম্পর্কে উদ্ভুত কিছু কথা লিখে। এগুলো যদি সত্য হতো আমি কিছু মনে করতাম না। কিন্তু এই লেখাগুলো দেখে মনে হয় আমি দুই ধাপ পিছিয়ে গেলাম।’

বর্তমানে ব্যাপক সাফল্যের পরেও সানি লিওন অকপটে স্বীকার করলেন তার মনের কথা এবং তাকে পছন্দ করা আর না করার দায়িত্ব ছেড়ে দিলেন তার দর্শকদের কাছে।

তিনি বলেন, ‘আমি সব সময় ভাবি দর্শকরা বুঝবে আমি মানুষ এবং আমারও মন আছে। আমি বলিউডে এসেছি মানুষকে আনন্দ দিতে এবং নতুন কিছু করতে আর আমি সেটাই করছি। এখন আমাকে পছন্দ করা আর না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার।’

(ওএস/এটিআর/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test