E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টেলিভিশন অভিনেত্রীর শ্লীলতাহানি

২০১৪ জুলাই ৩১ ১২:২৫:১৮
টেলিভিশন অভিনেত্রীর শ্লীলতাহানি

বিনোদন ডেস্ক : ভারতে যখন একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে তখন রেহাই পেলেন না টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীও। টিভি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির সঙ্গে দুর্ব্যবহার করেছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জানা গেছ, তিনি যখন তার ডেলি শোপ ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’র শুটিং করছিলেন তখন এক অপরিচিত ব্যক্তি সেটে এসে তাকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলে।

দিব্যাঙ্কা জানিয়েছেন, ‘অমি অনেকদিন ধরেই ক্লিক নিক্সন স্টুডিওতে কাজ করছি। কিন্তু গত সপ্তাহে আমার সঙ্গে যা হয়েছে তা এর আগে কোনও দিনও হয়নি। আমি আমার শট দেওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তখনই এক অজ্ঞাত ব্যক্তি সেটে এসে আমার বিরুদ্ধে অভদ্র টিপ্পনি কাটতে শুরু করে। লোকটি মদ্যপ অবস্থায় ছিল। আমার দেরি হচ্ছিল বলে আমি লোকটিকে পাত্তা না দিয়ে কাজে চলে যাই। এটা অনেক দীর্ঘ শর্ট ছিল আর ওই লোকটি আমার বিরক্ত করেই যাচ্ছিল, এর প্রভাব আমার কাজের ওপর পড়েছে। এই কারণে আমি আমার পরিচালককে সমস্ত ঘটনা জানাই। কিছুক্ষণের মধ্যেই করণ পাটেল এই ঘটনার কথা জানতে পারেন। এরপর তারা ওই ব্যক্তিকে মারধোর করে তাড়িয়ে দেন। আমার গোটা টিম আমাকে খুব সহযোগিতা করেছে বলে সবার কাছে আমি কৃতজ্ঞ।’সূত্র : কলকাতা ২৪।

(ওএস/এটিআর/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test