E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন রুদ্রনীল

২০১৪ জুলাই ৩০ ১৮:৩৪:৪১
ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন রুদ্রনীল

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষকে ধর্ষণ ও প্রতারণা মামলার সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিল পশ্চিমবঙ্গের আলিপুর আদালত। রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা অভিযোগ দায়ের করেছিলেন টিভি সিরিয়ালের এক অভিনেত্রী।

গত ২২ জুলাই এই মামলার শুনানির কথা থাকলেও বিচারকের অনুপস্থিতিতে শুনানির দিন পিছিয়ে যায়। আজ বুধবার আলিপুর আদালত রুদ্রনীলের পক্ষে রায় দিয়ে তাকে বেকসুর খালাস দেন।

২০০৩ সালে সিরিয়ালের এই অভিনেত্রীকে ধর্ষণ করনে অভিনেতা রুদ্রনীল ঘোষ। অভিনেত্রী ধর্ষণের অভিযোগ দায়ের করতে গেলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন রুদ্রনীল। সেইমতো তারা ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ের নোটিশ দিয়ে আসেন। এক মাস পরে রেজিস্ট্রি ম্যারেজের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, শেষ পর্যন্ত তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন রুদ্রনীল।

এরপর ২০০৫-এর ৫ জানুয়ারি তরুণীর আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে রিজেন্ট পার্ক থানায় রুদ্রনীলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের হয়। এতদিন ধরে মামলা চলার পরে শেষমেশ বেকসুর খালাস পেলেন রুদ্রনীল ঘোষ।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test