E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শত কোটি আয়ের পথে 'কিক'

২০১৪ জুলাই ৩০ ১৪:১২:৩৭
শত কোটি আয়ের পথে 'কিক'

বিনোদন ডেস্ক : সালমান ভক্তদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে তার নতুন সিনেমা ‘কিক’। মুক্তির পর তিনদিনেই সিনেমাটি আয় করেছে ৮৩ কোটি ৮৩ লক্ষ রূপি।

যদিও সালমানের সিনেমা ‘এক থা টাইগার’-এর রেকর্ড ভাঙ্গতে পারেনি সিনেমাটি। ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাধা সিনেমাটি তিন দিনে আয় করেছিল একশো কোটি রুপি।

সমালোচক এবং বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ বরাবরের মত টুইট করে জানান ‘কিক’- এর বক্স অফিস সংগ্রহের খবর।

তার টুইট ছিল,”সপ্তাহ শেষের তিন দিনে দারুণ ব্যবসা করেছে ‘কিক’! শুক্রবারে ২৬ কোটি ৫০ লক্ষ, শনিবারে ২৭ কোটি ১৫ লক্ষ এবং রোববারে ৩০ কোটি ১৮ লক্ষ—সব মিলিয়ে সপ্তাহ শেষে ‘কিক’এর ঝুলিতে জমেছে ৮৩ কোটি ৮৩ লক্ষ রূপি!"

সালমান অভিনীত সিনেমাগুলোর মধ্যে প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের তালিকায় এখনও শীর্ষে রয়েছে ‘এক থা টাইগার’। এরপরের অবস্থানে আছে ‘বডিগার্ড’, যার আয় ছিল ৮৮ কোটি। তিন নম্বর স্থানটি দখল করেছে শ্রীলংকার সুন্দরী জ্যাকুলিনের বিপরীতে সালমানের ‘কিক’।

এখন পর্যন্ত ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে তিনদিনে সবচেয়ে বেশি আয় করেছে ‘কিক’। তবে ভাঙতে পারেনি ‘ধুম থ্রি’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রথম দিনের রেকর্ড।

বক্স অফিসের এই রেকর্ডগুলো শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ ব্যবসার ওপর নির্ভর করে হিসাব করা হয়।

২৫ জুলাই ভারতজুড়ে ৫ হাজার সিনেমাহলে একযোগে মুক্তি পায় ‘কিক’। বিশ্লেষকদের আশা, ঈদের দিন আরও বেশি ব্যবসা করবে সিনেমাটি।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test