E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাংলাদেশি চলচ্চিত্রে দুঃসাহসিক চুম্বন!

২০১৪ জুলাই ২৬ ১৫:৩৬:২৯
বাংলাদেশি চলচ্চিত্রে দুঃসাহসিক চুম্বন!

বিনোদন ডেস্ক : অবশেষে বাংলাদেশি চলচ্চিত্রে দুঃসাহসিক চুম্বনের দৃশ্য সংযোজিত হলো। ধূমকেতু চলচ্চিত্রে ধারণকৃত একটি দৃশ্যে শাকিব-পরীকে অন্তরঙ্গভাবে দেখা যাবে। শুধু তা-ই নয়, এ ছবিতে দুজনকে গভীর চুম্বনদৃশ্যেও দেখা যাবে, যা ঢাকাই ছবির জন্য বিরলই।

নির্মাণাধীন এ সিনেমার প্রকাশিত কিছু ছবিতে শাকিব-পরীকে খুবই অন্তরঙ্গভাবে দেখা গেছে। এর মধ্যে একটি ছবিতে দেখা গেছে, শাকিব খান পরী মনিকে জড়িয়ে ধরে তার গালে চুমু খাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, পরী ও শাকিব একে অপরের ঠোঁটে চুম্বন করছেন। এ থেকেই ধারণা করা হচ্ছে, এবার ঢাকাই ছবিতে লিপ কিসের মতো দুঃসাহসিক দৃশ্য সংযোজিত হতে যাচ্ছে।

ধূমকেতু ছবিটির শুটিং শুরু হয় ২৩ জুন। রাজধানীর অদূরে পূবাইলে চিত্রনায়ক শাকিব খানের বাড়িতে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। মুনির রেজার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করছেন শফিক হাসান। এতে শাকিব ও পরী মনি ছাড়াও অভিনয় করছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলীরাজ। প্রযোজনা করছে মুন্নি প্রোডাকশন।

এবার ভিডিওগুলো দেখতে নিচে ক্লিক করুন---




(ওএস/এটিআর/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test