E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

একবাক্যে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস

২০২৪ ডিসেম্বর ০৮ ১৭:৫৭:৫৪
একবাক্যে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস

আবীর আহাদ


মুক্তিযুব্ধ শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে দেশের নাম 'বাংলাদেশ', জাতির পিতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক 'বঙ্গবন্ধু শেখ মুজিব', মুক্তিসেনার নাম 'মুক্তিবাহিনী', জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি', জাতীয় শ্লোগান 'জয়বাংলা' ও মানচিত্রখচিত জাতীয় পতাকা নির্ধারণ করেই বঙ্গবন্ধু কর্তৃক ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, ১০ এপ্রিল সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমদের পরিচালনায় গঠিত মুজিবনগর বিপ্লবী সরকারের নেতৃত্বে, প্রায় দেড়লক্ষ বীর মুক্তিবাহিনী দেশের স্বাধীনতাকামী বীর জনগণ এবং ভারতীয় মিত্রবাহিনী ও সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় দীর্ঘ ন'মাসব্যাপী সর্বাত্মক সশস্ত্র ও রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হানাদার পাকিস্তান এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আলশামস, আলমুজাহিদ ও তথাকথিত শান্তিকমিটিকে ন্যক্কারজনকভাবে পরাজিত করে ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে  বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিশেবে প্রতিষ্ঠিত করেছিলেন- এ কারণেই ২৬ মার্চ হলো স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস।

এটাই হলো একবাক্যে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস। এটাকে নিয়ে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা, তথা বহু রক্ত ও ত্যাগে অর্জিত স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা রাষ্ট্রদ্রৌহিতার সমতুল্য অপরাধ।

লেখক : মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক।

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test