E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটস’র ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন 

২০২৫ এপ্রিল ২২ ১৭:৩৭:২৪
সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটস’র ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন 

বিশেষ প্রতিনিধি : বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও কল্যানের কাজে নিয়োজিত ১৩টি তৃনমূল এনজিও’কে অধিকতর সহায়তা প্রদানের লক্ষ্যে এমিরেটস এয়ারলাইন ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। দশ হাজার মার্কিন ডলার বা তার সমমান অর্থ পর্যন্ত যেকোন মুদ্রায় প্রদত্ত অনুদানের বিপরীতে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন সমপরিমান অর্থ প্রদান করবে। এমিরেটস এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন চালুর খবর জানিয়েছে।

প্রতিটি এমিরেটস ফ্লাইটে অনুদান এনভেলাপ রাখা হবে এবং যাত্রীরা যেকোন পরিমান অর্থ যেকোন মুদ্রায় এই এনভেলপে ঢুকিয়ে যথাযথভাবে সীল করে কেবিন ক্রুদের হস্তান্তর করতে পারবে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অনুদান প্রদান করা যাবে। এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের স্বতন্ত্র, সুরক্ষিত এবং ব্যবহার বান্ধব পেমেন্ট পোর্টালের মাধ্যমে যেকেউ অনুদান দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা ‘এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন’ এর অনুকুলেও অনুদানের অর্থ গৃহীত হবে।

বর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিও’কে সহায়তা প্রদান করছে। যেসকল কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে তার মধ্যে রয়েছে- নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ, ভকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন বিশ্বের হাজার হাজার শিশুদের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

এমিরেটসের গ্রাহক, দাতা এবং এমপ্লয়ীদের অনুদানের ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানের প্রায় সকল অর্থই সরাসরি প্রকল্পগুলোকে হস্তান্তর করা হয়। প্রশাসনিক ব্যয়কে যথাসম্ভব ন্যুনতম পর্যায়ে রাখার জন্য এমিরেটসের এমপ্লয়ী এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়া হয়।

(এসকেকে/এসপি/এপ্রিল ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test