E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুই দেশ থেকে ১৩৬৬ কোটি টাকার এলএনজি আনার সিদ্ধান্ত

২০২৫ মার্চ ২৭ ১৭:৩৫:৩৫
দুই দেশ থেকে ১৩৬৬ কোটি টাকার এলএনজি আনার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার : জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে ১ হাজার ৩৬৬ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৬৭৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ১১২ টাকা।

এ ছাড়া একই নিয়মে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আরও এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৯১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ২৮৮ টাকা।

এই দুই প্রতিষ্ঠান থেকে ‍দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

(ওএস/এসপি/মার্চ ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test