E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা করছে ৪ হাজার ৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান

২০২৫ মার্চ ২৩ ১৯:৪৭:০০
ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা করছে ৪ হাজার ৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ দেশের ৪১টি জেলায় ৪ হাজার ৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠানে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভ্যাট নিবন্ধন ছাড়াই। এ প্রতিষ্ঠানগুলোকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনলে রাজস্ব আহরণ বাড়বে সরকারের। আজ রবিবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে এসব তথ্য। 

এর আগে, গত ৬ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এসব তথ্য জানিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।

চিঠিতে আরও জানানো হয়েছে, এর আগে জাতীয় রাজস্ব বোর্ডকে ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ২ হাজার ৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হয়েছিল। সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে এবার কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ৪১ জেলার ২৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হলো।

বাজুস ম‌নে কর‌ছে, এসব জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।

(পিআর/এসপি/মার্চ ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test