E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

২০২৫ মার্চ ১৭ ১৮:২৬:০১
এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস ও স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ সম্প্রতি বাংলাদেশে এর কর্মীদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তির অংশ হিসেবে, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীরা জীবনহানি, দুর্ঘটনা, অক্ষমতা এবং হাসপাতালে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন। প্রতিষ্ঠানটি ব্যক্তি নির্ভর সমাধান, দ্রুত বীমা দাবি পরিশোধ ও আর্থিক সক্ষমতার কারণে মেটলাইফ বাংলাদেশকে নিজেদের কর্মীদের বীমাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাছাই করেছে। এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ৮৭০ জনেরও বেশি কর্মী এই বীমা সুরক্ষা সুবিধা পাবেন।

২০১০ সাল থেকে সেনিটারি ও ২০২১ থেকে টাইলসের মাধ্যমে বাসাবাড়ির সুপরিচিত নাম হয়ে ওঠে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ। একটি নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে বেশকিছু সফল ও ইতিবাচক খাতে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, বাংলাদেশে ৯৪০-টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছে মেটলাইফ। ২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ।

মেটলাইফ বাংলাদেশের হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন আব্দুল হাকিম (সুমন), ম্যানেজিং ডিরেক্টর, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ এবং মোহাম্মদ কামরুজ্জামান, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনেফিটস, মেটলাইফ বাংলাদেশ।

এসময় অনুষ্ঠানে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ থেকে উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং মো. নাহিদুর রহমান, ডেপুটি ম্যানেজার অ্যান্ড এইচআর।

এছাড়া, আয়োজনে মেটলাইফ বাংলাদেশের এমপ্লয়ি বেনেফিটস টিম থেকে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর; মুশফিকুর রাইহান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এসএম শাহরিয়াজ আরাফাত, ম্যানেজার।

(পিআর/এসপি/মার্চ ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test