E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রায় ৭ হাজার কোটি টাকা

২০২৫ মার্চ ০৮ ১৫:০৮:৪২
ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রায় ৭ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার : চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বরে) ব্যাংক খাত থেকে সরকার ৬ হাজার ৭৪৪ কোটি টাকা নিট ঋণ নিয়েছে। ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে সরকারের। চলতি প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকের বাইরে থেকে সরকার ২৪ হাজার ৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে (প্রথম ছয় মাস) নিট ঋণ নেওয়া হয়েছিল ৭ হাজার ৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ৭ হাজার (৬ হাজার ৭৪৪ কোটি) কোটি টাকা ঋণ নিয়েছে। আর এর মধ্য দিয়ে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৬৬৬ কোটি টাকা।

দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ কোটি টাকা। এটি গত ২০২৩-২০২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৯ গুণ বেশি। গত অর্থবছরের প্রথম ৬ মাস সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ৪৫৬ কোটি টাকা।

বিগত সরকারের নেওয়া ঋণ পরিশোধ করতেই চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া বেড়েছে। তবে অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি। বিপরীতে আলোচিত জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ ব্যাংককে ৫৮ হাজার ১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার।

(ওএস/এএস/মার্চ ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test