E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঢাকায় শুরু হচ্ছে ‘এনআরবিসি ব্যাংক ফ্যাকড-ক্যাব দ্বাদশ আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৫’

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৫:০১:৪৬
ঢাকায় শুরু হচ্ছে ‘এনআরবিসি ব্যাংক ফ্যাকড-ক্যাব দ্বাদশ আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৫’

স্টাফ রিপোর্টার : ঢাকা শুরু হতে চলেছে ‘এনআরবিসি ব্যাংক নিবেদিত দ্বাদশ আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০২৫’। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজিত দু’দিন ব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা আগামী ২২-২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।

এক্সপোটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্যে উম্মুক্ত থাকবে। এক্সপো চলাকালীন সময়ে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্পট এডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে আয়োজিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই আন্তর্জাতিক শিক্ষা মেলা-তে বিশ্বের ৪৫ টির অধিক দেশের ১,০০০ এর বেশী টপ র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য ও স্কলারশিপ সুবিধা সম্পর্কে শিক্ষার্থী ও দর্শনার্থীরা মেলায় এসে জানতে পারবে। এবারের এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের দেশ সমূহ, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তি প্রক্রিয়া, ভিসা প্রোসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করবেন। মেলায় দেশের প্রথম সারির ৬০টির বেশী এডুকেশন কনসালটেন্সি ফার্ম এর পাশাপাশি টো’ফেল, টেন মিনিটস স্কুল, ব্যাংক সমূহ একই ছাদের নীচে উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা দিবে।

‘এনআরবিসি ব্যাংক দ্বাদশ আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০২৫’-তে অংশগ্রহণকারীদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অন-দ্য-স্পট অ্যাডমিশন এবং ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সুযোগ। এছাড়াও এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন প্রক্রিয়া শুরু করে জিতে নিতে পারেন ল্যাপটপ, স্মার্ট ফোন, ফ্রি এয়ারলাইন্স টিকিট, IELTS ক্যাশব্যাক এবং সর্বোচ্চ ১০০ ভাগ স্টাডি স্কলারশিপ সুবিধাসহ আকর্ষণীয় উপহার।

এক্সপো চলাকালীন সময়ে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের পছন্দসই প্রোগ্রাম, টিউশন ফি এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারবেন। বিশেষ কনসালটেশন বুথগুলোতে পার্সোনালাইজড গাইডেন্স পাওয়া যাবে, যা শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে বিশেষ সহায়তা করবে। দু’দিনব্যাপী এই শিক্ষা মেলায় অর্ধ-লক্ষাধিক এর অধিক শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করতে পারেন বলে জানায় এর আয়োজকরা।

দ্বাদশ আন্তর্জাতিক এডুকেশন এক্সপো এর কনভেনার, মোহাম্মদ আবুল হাসান বলেন, ‘এই এক্সপো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করতে পারবেন। নিয়মিত ভাবে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো আয়োজনের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমরা শিক্ষার্থীদের জন্য সেরা শিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিশ্চিত করতে চাই।’

‘এনআরবিসি ব্যাংক দ্বাদশ আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০২৫’ তে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নিবন্ধিত এডুকেশন কনসালটেন্সি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে, ফলে এই আয়োজনে একই ছাতার নিচেই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এডুকেশন কনসালটেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সেবা গ্রহণের সুযোগ থাকছে বলেন জানান আয়োজকরা। এই আয়োজনে অংশগ্রহণ ফ্রি হলেও আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে তাদের টিকেট নিশ্চিত করতে পারবে। বিস্তারিত জানা যাবে ০১৭৩০৮৮৩৬১৫ এই নম্বরে।

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর একমাত্র ট্রেড অ্যাসোসিয়েশন। ফ্যাকড-ক্যাব ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ট্রেড অর্গানাইজেশন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন লাভ করে এবং একই সনে এফবিসিসিআই এর ‘এ’ শ্রেণির সদস্য হিসেবে ৫০০ এর অধিক সদস্য প্রতিষ্ঠান নিয়ে আন্তর্জাতিক শিক্ষাখাতে স্বচ্ছতা ও কার্যকারিতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আন্তর্জাতিক এডুকেশন এক্সপো দেশের অন্যতম শীর্ষ শিক্ষা মেলা, যেখানে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। প্রতিবছর এই এক্সপোর মাধ্যমে অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test