E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জানুয়ারিতেও একই দামে মিলবে এলপিজি

২০২৫ জানুয়ারি ০২ ১৯:৩৩:১২
জানুয়ারিতেও একই দামে মিলবে এলপিজি

স্টাফ রিপোর্টার : জানুয়ারিও ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা। গত দুই মাসেও একই দাম ছিল এলপিজির।

আজ বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এলপিজির দাম সংক্রান্ত এ ঘোষণা দেন সংস্থাটির কর্মকর্তারা। সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে। সিলিন্ডারে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, প্রতি মাসে আমরা এলপিজির দাম ঘোষণা করি। সৌদি কার্গো প্রাইজ (সিপি) ও ডলারের দর সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করা হয়।এই মাসে এলপিজির দর সৌদি সিপি অনুযায়ী কিছুটা কমানো সম্ভব ছিল। তবে ডলারের দরও এই সময়ে প্রায় ২ টাকার মতো বেড়েছে। ফলে শেষ পর্যন্ত এলপিজির দাম কমানো সম্ভব হয়নি। তবে দাম বাড়েওনি।

এলপিজি সিলিন্ডার বেশি ব্যবহার হয় গৃহস্থালির রানার কাজে। গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের প্রতি লিটারের দাম মূসকসহ ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে বলে জানান বিইআরসি চেয়ারম্যান।

(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test