E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টেস্টি ট্রিটে ভোক্তা অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ

২০২৪ ডিসেম্বর ২৮ ১৫:৫১:১৫
টেস্টি ট্রিটে ভোক্তা অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : ভোক্তা অধিকার আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সরবরাহে কর্মীদের জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় টেস্টি ট্রিটের কর্মীদের প্রশিক্ষণ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আজিজুল ইসলাম, কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান ও আতিয়া সুলতানা, সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এবং সহকারী পরিচালক (ঢাকা বিভাগ) আব্দুল জব্বার মন্ডল ও আব্দুস সালাম।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, টেস্টি ট্রিটের চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল ও হেড অব মার্কেটিং আবু সাদাত চৌধুরীসহ টেস্টি ট্রিটের শতাধিক কর্মী।

জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্যের জন্য ফুডপ্রেমিদের কাছে টেস্টি ট্রিট ব্যাপক জনপ্রিয়। খাদ্যেপণ্যের শোরুমগুলোর মধ্যে টেস্টি ট্রিট এখন দেশের সর্ববৃহৎ রিটেইল চেইনশপ। সারাদেশে বর্তমানে টেস্টি ট্রিটের চারশোর বেশি শোরুম চালু রয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test