E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিসেম্বরেই বিশ্বব্যাংক-এডিবির বাজেট সহায়তা পাবে বাংলাদেশ

২০২৪ ডিসেম্বর ২২ ১৮:০০:১১
ডিসেম্বরেই বিশ্বব্যাংক-এডিবির বাজেট সহায়তা পাবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : ডিসেম্বররেই বিশ্বব্যাংক এবং এডিবির কাছ থেকে বাজেট সহায়তার ১১০০ মিলিয়ন ডলার পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ রবিবার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার এবং এডিবি ৬০০ মিলিয়ন ডলারের দুটি বাজেট সাপোর্ট সহায়তা অনুমোদন করেছে। এই বাজেট সহায়তা চলতি মাসেই পাওয়া যাবে।

বাজেট সহায়তার পাশাপাশি বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭৯ মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তাও অনুমোদন করেছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে শক্তিশালীকরণ অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং শাসন কার্যক্রম, উপপ্রোগ্রাম শীর্ষক কর্মসূচির জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়া গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের অনুকূলে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা প্রদানের অনুমোদন দেয় বিশ্বব্যাংক। সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সংস্কার কার্যক্রমসমূহ সফলভাবে অর্জন করায় দ্বিতীয় বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের আওতায় বিশ্বব্যাংক এ বাজেট সহায়তা প্রদান করে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test