E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর ছাড়ের পক্ষে নয় সরকার : অর্থ উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ১০ ১৬:৪৯:৪২
কর ছাড়ের পক্ষে নয় সরকার : অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পর থেকে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে, তা আর দেওয়ার পক্ষে নয় সরকার। এ মানসিকতা থেকে আমাদের বের হওয়া দরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ভ্যাট আদায়ে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকে দায়ী করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ভ্যাট-ট্যাক্স না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। তাই যায় যার অবস্থান থেকে সবার ভ্যাট-ট্যাক্স দেওয়া উচিত।

অর্থ উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে। কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না, শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।

তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই কর ছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test