E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনামসজিদ বন্দর দিয়ে আসছে না পণ্য, হু হু করে বাড়ছে আলু-পেঁয়াজের দাম

২০২৪ নভেম্বর ২৭ ১৩:৫৭:৩৭
সোনামসজিদ বন্দর দিয়ে আসছে না পণ্য, হু হু করে বাড়ছে আলু-পেঁয়াজের দাম

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এমনকি আগের এলসি করা পণ্যও আটকে দিয়েছে প্রতিবেশী দেশ।



এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম দফায় দফায় বাড়তে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে পেঁয়াজের দাম আরও ৫ টাকা বেড়েছে।

বুধবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

শিবগঞ্জ কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল বলেন, ‘গত সোমবার ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। মঙ্গলবার (২৬ নভেম্বর) কিনতে হয়েছে ৮০ টাকায়, তাই বিকেল থেকে ৯৫ টাকা কেজিদরে বিক্রি করছি। বুধবার কয়েকজনের কাছে পেঁয়াজ না পাওয়ায় ৫ টাকা বেশি দিয়ে কিনলাম। দাম আরও বাড়তে পারে। ’

আতাউর রহমান নামে খুচরা আলু ব্যবসায়ী বলেন, ‘আলুর দাম তেমন বাড়েনি। গতকাল বিক্রি করেছি ৭০ টাকা কেজি। আজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। তবে কালকে থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আড়তদাররা। ’

সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকেই সোনামসজিদ বন্দরে এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা। ’

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test