E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মুভ টু -১৫˚সি’ উদ্যোগে যুক্ত হলো এমিরেটস

২০২৪ নভেম্বর ২১ ১৮:০০:৪৪
‘মুভ টু -১৫˚সি’ উদ্যোগে যুক্ত হলো এমিরেটস

বিশেষ প্রতিনিধি : প্রথম এয়ারলাইন হিসেবে পরিবেশ সুরক্ষা উদ্যোগ ‘মুভ টু -১৫˚সি’ এর সঙ্গে যুক্ত হয়েছে এমিরেটস। পচনশীল পন্য পরিবহণে শীর্ষস্থানীয় এয়ারলাইনটি এ বিষয়ে তার ব্যবস্থাপনা ও শিপিং সংক্রান্ত বিশাল জ্ঞান ভান্ডার ও অভিজ্ঞতা দিয়ে নতুন এই উদ্যোগটির ব্যবহারিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার ইচ্ছা ব্যাক্ত করেছে। এমিরেটস মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ সালে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনে নতুন এই উদ্যোগটি আত্মপ্রকাশ করে। এর লক্ষ্য হলো হিমায়িত খাদ্যের তাপমাত্রার মানদন্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করা এবং হিমায়িত খাদ্যের সাপ্লাই চেইনে এনার্জীর ব্যবহার হ্রাস। একটি ওয়ার্কিং হাইপোথিসিস অনুযায়ী হিমায়িত খাদ্যের মান এবং নিরাপত্তা বিঘ্নিত না করে তিন ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করা সম্ভব যা পরিবেশ বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের সাথে যুক্ত বিভিন্ন সেক্টরের সকল পক্ষ এই গবেষণার ফলাফল বাস্তবায়নের জন্য তথ্য-উপাত্ত বিনিময়, কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন আনয়ন, সকল সদস্য ও অংশীজনদের সঙ্গে সহযোগিতা, এবং নীতিনির্ধারক ও নিয়ন্ত্রনকারী সংস্থাগুলোকে এ বিষয়ে সচেতন করা এবং প্রভাবিত করার লক্ষ্যে কাজ করছে।

এমিরেটসের পন্য পরিবহণ শাখা এমিরেটস স্কাইকার্গো প্রতিদিন সারাবিশ্বে ৯০০-১,০০০টন তাজা ফলমুল পরিবহণ করে। যদিও এই পরিমান খুব একটা বেশি নয় তবুও এমিরেটস অত্যাধুনিক নিজস্ব কুলচেইন অবকাঠামো নির্মানসহ বিভিন্ন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

‘থ্রি ডিগ্রিজ অফ চেইঞ্জ’ শীর্ষক একটি একাডেমিক প্রতিবেদন প্রকাশের পর ২০২৩ সালে ‘মুভ টু -১৫˚সি’ জোটের আবির্ভাব ঘটে। এই প্রতিবেদনটি প্রকাশ করে প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ রেফ্রিজারেশন, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় এবং লন্ডন সাউথ ব্যাংক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। এতে সহায়তা করে শীর্ষস্থানীয় লজিস্টিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।

(এসকেকে/এসপি/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test