E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আটকে পড়েছে যানবাহন

২০২৪ অক্টোবর ২২ ১৫:৩১:১৯
আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আটকে পড়েছে যানবাহন

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, ‘প্রায় তিন মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু কথামতো কাজ করেনি। এ ছাড়া ৪-৫ মাস ধরে কারখানার স্টাফদেরও বেতন দেয়নি কর্তৃপক্ষ।

‘আমরা কাজ করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ আমরা অবরোধ তুলবো না।’

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা।’

(এটিজি/এএস/অক্টোবর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test