E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি

২০২৪ অক্টোবর ১৫ ১৭:৩৮:৪৭
‘থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি

স্টাফ রিপোর্টার : অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে জমা হিসাব ও ঋণ প্যাকেজ সহ নতুন বিভিন্ন পণ্য চালু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক – ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

ড. ইউনূস তার ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ গ্রন্থে-এ শূন্য দারিদ্র্য, শূন্য কার্বন নিঃসরণ এবং শূন্য বেকারত্বের (থ্রি জিরোস) এক বিশ্বের স্বপ্ন দেখেছেন। এ স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তরুণ প্রজন্মকে সক্ষম করে তুলতে পারে এমন সব পণ্য চালু করতে ব্যাংকিং খাত ও আর্থিক ইকোসিস্টেমের অংশীদারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ইউসিবি আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন পণ্যসমূহ উদ্বোধন করেছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র চেয়ারম্যান শরীফ জহির। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাই খান। অনুষ্ঠানে ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ব্যাংকটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

ইউসিবি’র নতুন চালু হওয়া পণ্যসমূহের মধ্যে রয়েছে ‘স্বাধীন’ (শূন্য বেকারত্ব), ‘সমতা’ (শূন্য দারিদ্র্য) এবং ‘সবুজ সঞ্চয়’ (শূন্য কার্বন)। এছাড়াও, তিনটি নতুন ঋণ প্যাকেজও চালু করা হয়েছে; যথা: – ইউসিবি ‘প্রগতি’ (শূন্য দারিদ্র্য), ইউসিবি ‘সবুজ সমৃদ্ধি’ (শূন্য কার্বন) ও ইউসিবি ‘সূচনা’ (শূন্য বেকারত্ব)।

অনুষ্ঠানে ইউসিবি’র চেয়ারম্যান শরীফ জহির বলেন, “দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, ইউসিবি টেকসই ব্যাংকিং সল্যুশন এবং প্রাসঙ্গিক পণ্য চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন আমরা আমাদের সবার জন্য পৃথিবীকে আরও কিছুটা বাসযোগ্য করে তুলতে পারি। ড. ইউনূসের ‘থ্রি জিরোস’ লক্ষ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা নতুন সব পণ্য নিয়ে এসেছি, যার মাধ্যমে সবাই স্বাচ্ছন্দ্যদায়ক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগ করবেন। আমাদের নতুন পণ্যগুলো শুধুমাত্র গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রাই যুক্ত করবে না পাশাপাশি, ‘থ্রি জিরোস’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।”

ব্যাংকের নতুন প্রোডাক্ট লাইন-আপে (সঞ্চয়ী হিসাব) গ্রাহকদের জন্য রয়েছে বিস্তৃত পরিসরের সুবিধা। যার মধ্যে রয়েছে: ব্যালান্সের ওপর আকর্ষণীয় সুদের হার, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড এবং নেই কোন মেইনটেনেন্স খরচ। অন্যদিকে, নতুন ঋণ প্যাকেজসমূহ দারিদ্র্য, কার্বন নিঃসরণ এবং বেকারত্বকে শূন্য শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। ইউসিবি ‘প্রগতি’র আওতায়, গ্রাহকরা জামানতবিহীন ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা নিম্ন আয়ের ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষকে আর্থিক স্বাধীনতা অর্জনে এবং দারিদ্র্য থেকে মুক্তি পেতে সহায়তা করবে। অন্যদিকে, ইউসিবি ‘সূচনা’র মাধ্যমে গ্রাহকরা নতুন ব্যবসা শুরুসহ বিভিন্ন উদ্দেশ্যে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। ইউসিবি’র এ উদ্যোগ নানা সম্ভাবনা তৈরি করবে পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে। ইউসিবি ‘সবুজ সমৃদ্ধি’ পরিবেশবান্ধব ব্যবসা উদ্যোগগুলোতে অর্থায়ন করবে, যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং রিসাইক্লিং প্রকল্প, যা কার্বন নিঃসরণ হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে।

(পিআর/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test