E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজ থেকে ৬ দিনের জন্য বন্ধ হলো হিলি বন্দর

২০২৪ অক্টোবর ০৯ ১৭:২৬:৫৪
আজ থেকে ৬ দিনের জন্য বন্ধ হলো হিলি বন্দর

শাহ্ আলম শাহী, দিনাজপুর : হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  আজ বুধবার (৯ অক্টোবর) থেকে  টানা ৬ দিনের জন্য  বন্ধ হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি। পাশাপাশি বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

তবে, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো.ফেরদৌস রহমান।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার (৯অক্টোবর) থেকে আগামি সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে এই বন্দরে আমদানি-রপ্তানি। এছাড়াও বন্ধ থাকবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আবারও আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামাল জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্ট ধারী পারাপার স্বাভাবিক রয়েছে।

(এসএএম/এএস/অক্টোবর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test