E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রমিক অসন্তোষ

‘পরিস্থিতি মনিটর করছি, আশা করছি সবাই শান্ত হবে’

২০২৪ অক্টোবর ০২ ১২:৫১:১৯
‘পরিস্থিতি মনিটর করছি, আশা করছি সবাই শান্ত হবে’

স্টাফ রিপোর্টার : শ্রমিক অসন্তোষ পরিস্থিতি মনিটর (পর্যবেক্ষণ) করা হচ্ছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আশা করছি সবাই শান্ত হবে।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে শিশুশ্রম প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

আজও আশুলিয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, আমরা প্রত্যেকটি জিনিসই অ্যাড্রেস করছি, সেখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাই আমরা মনিটর করছি। আশা করছি সবাই শান্ত হবে।

তিনি বলেন, দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের অর্থনীতি বাঁচানোর জন্য, মালিক ও শ্রমিকপক্ষ- সবাইকে অন বোড করে আমরা এটা নিরসন করবো।

শিশুশ্রম শূন্যে নামিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে সচিব বলেন, এটার জন্য আমরা সংলাপ করছি। আজও প্রধান উপদেষ্টার একজন বিশেষ দূত আমার এখানে আসবেন। এটা কীভাবে দ্রুত নিরসন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ আমরা করে যাচ্ছি।

চাকরিসহ বিভিন্ন দাবিতে গত কিছুদিন ধরে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। বুধবার সকাল থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল মঙ্গলবারও তারা এই মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test