E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ডিএসইতে লেনদেন ছাড়ালো দুই হাজার কোটি টাকা

২০২৪ আগস্ট ১১ ১৬:৪৫:১২
ডিএসইতে লেনদেন ছাড়ালো দুই হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে লেনদেনের গতি বেড়েছে। প্রায় দুই বছর পর আজ রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। একই সঙ্গে সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে দাম কামার তালিকায় স্থান হয়েছে বেশি প্রতিষ্ঠানের।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান স্থান করে নেওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়ছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে হাসিনা সরকার পতনের পর শেয়ারবাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসেই সূচক বাড়লো।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। একই সঙ্গে দেশ ছেড়ে চলে যান। হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। এ সরকারের অধীনে আজই শেয়ারবাজারে প্রথম লেনদেন হয়েছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক প্রায় দুইশো পয়েন্ট বেড়ে যায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার কারণে এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ২৯১ পয়েন্ট।

কিন্তু এরপরেই হঠাৎ এক শ্রেণির বিনিয়োগকারীরা বাজারে বিক্রির চাপ বাড়ান। ফলে দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। মাত্রাতিরিক্ত বিক্রির চাপে এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ৪৯ পয়েন্ট কমে যায়। তবে লেনদেনের শেষ দিকে বাজারে আবার ক্রেতা ফিরে আসে। বিশেষ করে ব্যাংকের শেয়ার দাম বাড়ে। ফলে মূল্যসূচক ঊর্ধ্বমুখী থেকেই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২০৭টি প্রতিষ্ঠানের। আর ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ২৮টি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে এবং ৫টি ব্যাংকের শেয়ার দাম কমেছে।

বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ার কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের কার্যদিবসের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের কার্যদিবসের তুলনায় ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৪ পয়েন্টে উঠে এসেছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪০৩ কোটি ৬১ লাখ টাকা। এর মাধ্যমে ২০২২ সালের ২০ আগস্টের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।

এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ১৩৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৮২ পয়েন্ট।লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২২ কোটি ৬৮ লাখ টাকা। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test