E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে পালিত হচ্ছে 'বাজুস' এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

২০২৪ জুলাই ১৮ ১৯:৪৬:৩৫
ফরিদপুরে পালিত হচ্ছে 'বাজুস' এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : 'গয়নায় হোক প্রযুক্তির ছোঁয়া' এই স্লোগানের  মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আজ বৃহস্পতিবার এই উপলক্ষে সকালে শহরের নীলটুলি স্বর্ণপট্টিতে ‌শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

'বাজুস' ফরিদপুরের সভাপতি নন্দকুমার বড়াল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাজুস ফরিদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ বিষ্ণুপদ কর্মকার। বক্তারা স্বর্ণ শিল্পে বাজুসের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভির এর নেতৃত্বে স্বর্ণ শিল্প বাংলাদেশ এবং বহির্বিশ্বে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এখন আমাদের দেশের স্বর্ণ বাইরেও রপ্তানি হচ্ছে। সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।

এর আগে এ উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এ সময় বাজুস এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং নীলটুলি স্বর্ণপট্টির ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজুসের কর্মকর্তা বাবুরাম কর্মকার, স্বপন কর্মকার, সুজন পোদ্দার, সংকর দত্ত, নিমাই বকশি বিশ্বজিৎ সরকার, গোবিন্দ কর্মকার পলাশ দত্ত, সুবোধ দে, শ্যাম চরণ দত্ত, মানিক দত্ত, সঞ্জয় কর্মকার, তাপস দত্ত, বলাই দাস, পলাশ পাল দীপক প্রমুখ।

(আরআর/এএস/জুলাই ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test